জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট You tube থেকে আমরা সরাসরি পিসিতে কিংবা মোবাইল ডিভাইসে ভিডিও গুলো ডাউনলোড করতে পারিনা। কিন্তু কেন? কারণ ইউটিউবে আপলোডকৃত সকল ভিডিওই ইউটিউবের আইনের মতে ইউটিউবের একটি ডিজিটাল সম্পত্তি হয়ে যায় এবং একমাত্র ইউটিউবের পারমিশন ছাড়া সেটা অন্যত্র ব্যবহার করা যায় না। তাই প্রথম দিকে অফলাইনে দেখার ফিচারটি না থাকলেও এখন শুধুমাত্র অ্যান্ড্রয়েড এবং আইওএস এর জন্য You tube এপ্লিকেশনে অফলাইন ফিচারটি গুগল সম্প্রতি যুক্ত করেছে। কিন্তু আমরা চাইলে সহজেই অন্য মাধ্যম বা পদ্ধতি বা উপায় ব্যবহার করে সরাসরি পিসিতে You tube থেকে ভিডিও ডাউনলোড করে নিতে পারি। কিন্তু সবথেকে বড় কথা হলো এটি কি বেআইনি?
কারণ ইউটিউবের সকল ভিডিওই গুগলের ইউটিউব আইনের মাধ্যমেই আপলোড এবং স্টোর করা হয়ে থাকে। আর ইউটিউবে ডাউনলোডের ক্ষেত্রে এই আইনটি বর্তমানে প্রযোজ্য রয়েছে:
“You shall not download any Content unless you see a 'download' or similar link displayed by YouTube on the Sercie for that Content."
মানে ইউটিউব নিজে থেকে যতদিন না ডাউনলোড বাটন আনছে ততদিন আমরা অফিসিয়ালী ইউটিউব থেকে কোনো ভিডিও নামাতে পারবো না। কিন্তু আজকে আমি একটি উপায় বলবো যেটা আপনি ফলো করে সহজেই ইউটিউব থেকে আপনার পছন্দের ভিডিও টি পিসিতে ডাউনলোড করতে পারবেন। তো চলুন ভূমিকায় আর কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাই।
প্রথমে ছবিটিতে ক্লিক করুন, ইউটুবে আপনার লিংকটি কপি করবেন, তারপর Snappea সার্চ লিংকে পেস্ট করে দিবেন।তারপর কি ফরম্যাটে এ ভিডিওটির আউটপুট নিবেন, তা সিলেক্ট করে দিবেন। তারপর ডাউনলোড বাটনে ক্লিক করবেন। তারপর থাকে ডাউনলোড শুরু হবে
https://www.snappea.com/tutorials/video-downloader/


Post a Comment